1. ezequielsreyes@gmail.com : admin :
  2. ezequielsreyes+wordpress@gmail.com : wpadmin :
নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বসতবাড়ি দখল ও লুটপাট। - দুরান্ত টিভি
December 4, 2024, 11:59 am
শিরোনাম :
পবিপ্রবিতে ভূয়া ফলক উন্মোচন করে বিতর্কিত ডিন নুরুল আমিন ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ গোপালগঞ্জে ইউএনও কে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান দিনাজপুর সিমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আসামি সহ আটক ভ্রাম্যমাণ আদালতে শাস্তি নওগাঁর নিয়ামতপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন নওগাঁয় ফেনসিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর আঞ্চলিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত পটুয়াখালী আদাবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত 

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বসতবাড়ি দখল ও লুটপাট।

রিপোর্টার:
  • সময়: Wednesday, October 12, 2022,
  • 102 Time View

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে বসত ঘর দখল ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, এঘটনায় চরজব্বর থানায় লিখিত অভিযোগ করেন,রোকেয়া বেগম,ঘটনাটি ঘটে ১১অক্টোবর-২০২২ইং রোজ মঙ্গলবার সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বাঁধের হাট বাজার সংলগ্ন রোকেয়ার বাড়িতে।এঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও থানা লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উত্তর কচ্ছপিয়া গ্রামের ইব্রাহিম খলিল উল্যার স্ত্রী রোকেয়া বেগম (৩৫) তার পিতার
ওয়ারিশ সুত্রে মায়ের ২১শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ ১৫- ২০ বছর যাবত বসতঘর নির্মাণ করে স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।সম্প্রতি এলাকার একটি ভূমিগ্রাসী ও কুচক্রী মহলের ইন্ধনে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী রোকেয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছিলো।

ঘটনার দিন ১০ অক্টোবর রোকেয়ার মেয়ের স্বামী অসুস্থ হওয়ায় তিনি তার স্বপরিবার নিয়ে হাসপাতালে অবস্থান করেন,বাড়িতে কেউ না থাকার সুবাদে পূর্বপরিকল্পিত অনুযায়ী চর মহি উদ্দিন গ্রামের মৃত দুধা মিয়ার পুত্র রুহুল আমিন(৪৫)উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আমান উল্যার পুত্র সাহাব উদ্দিন(৩৭)সাহাব উদ্দিনের স্ত্রী মনোজা খাতুন(৩২) মৃত আমান উল্যার মেয়ে খতিজা বেগম(৩০) রুহুল আমিনের ছেলে রুবেল(৩০) মৃত আমান উল্যার স্ত্রী বিবি হাজেরা খাতুনসহ ভাড়াটিয়া ১০/১২জন লোক নিয়ে রাত আনুমানিক ১-২ ঘটিকার মধ্যে ঘরের তালা ভেঙে অনাধিকার প্রবেশ করে।এবং ঘরে থাকা আসবাবপত্র ভাঙ্গচুর করে।আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটপাট করে।লুটপাট শেষে ভাড়াটিয়া লোকজন চলে যাওয়ার পর বিবি হাজেরা খাতুন ভুক্তভোগী রোকেয়া বেগমের বসতঘরটি দখলে করে।পরদিন হাসপাতাল থেকে আসার পর এঘটনা দেখে চরজব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রোকেয়া বেগম।

সরেজমিনে গেলে অভিযুক্ত হাজেরা খাতুন তালা ভেঙ্গে ঘর দখলের বিষয়টি স্বীকার করেন, আসপাশের বসবাসরত প্রত্যক্ষদর্শীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযুক্ত রুহুল আমিন,সাহাব উদ্দিন,রুবেলসহ অন্যান্যদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী বলেন,তারা ঘটনার পর গা-ঢাকা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার এস আই অমর্ত্য মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বিঃদ্রঃ-যদি রাষ্ট্রীয় বিরুদ্ধে নিউজ দেওয়া হয় durantotv24.com -News Portal কোন প্রকার দায়ভার নিবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x