ঢাকা ৮ আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী জুলাই বিপ্লবের অন্যতম নায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর গনসংযোগ

Date: 2026-01-24
news-banner

২৪ জানুয়ারি বাদ মাগরিব কালভার্ট রোডে ঢাকা ৮ আসনের ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জুলাই বিপ্লবের অন্যতম নায়ক চাঁদাবাজ দুর্নীতিবাজ এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব নাসির উদ্দিন পাটোয়ারী মতিঝিলের গুরুত্বপূর্ণ এলাকাতে গণসংযোগ করেন। তিনি সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা আহবান করেন। তিনি তার বক্তৃতায় সাধারণ মানুষদেরকে আশ্বস্ত করেন তিনি যদি এলাকার এমপি হতে পারেন তাহলে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারবে কোন চাঁদাবাজ সন্ত্রাসীকে কোন চাঁদা দেয়ার প্রয়োজন হবে না। মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। তিনি যেকোন মূল্যে চাঁদাবাজদের কে প্রতিহত করার আহ্বান জানান। সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনে সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতিকে ভোট প্রদানের আহ্বান জানান। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমির জননেতা মাওলানা মোতাসিম বিল্লাহ এর সভাপতি অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী পল্টন থানার সম্মানিত আমির জনাব শাহিন আহমেদ খান।

Leave Your Comments

Trending News