আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় এবং টুর্নামেন্ট সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে অপারগতা প্রকাশ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বিকল্প হিসেবে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়া হলেও আইসিসি সে প্রস্তাবে সম্মতি দেয়নি। পরবর্তীতে একাধিক দফা আলোচনা ও সময়সীমা বেঁধে দেয়ার পরও অবস্থান পরিবর্তন না করায় আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।
বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো খেলবে।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি ও কূটনৈতিক প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।