প্রায় তিন বছরের বিরতির পর ঢালিউডের তারকা অভিনেত্রী অপু বিশ্বাস আবারও দর্শকের সামনে আসতে চলেছেন। বছরের শেষ দিকে শুটিং সেটে ফিরেছেন তিনি। এবার তিনি বড়পর্দার পাশাপাশি ওয়েব কনটেন্টেও অভিনয় করছেন। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ নামের একটি নতুন ওয়েব ছবিতে।
এর আগে অপু বিশ্বাস ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েব ছবিতে অভিনয় করেছিলেন, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। ‘শিকার’ ওয়েব ছবিটি থ্রিলার ঘরানার এবং গল্পটি সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে আবর্তিত হবে।
অপু বিশ্বাস বলে, ‘নতুন বছরে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ততা যাচ্ছে। মাঝে মধ্যে ভালো কনটেন্টের ওয়েবে কাজ পেলে করছি। ওয়েব সিনেমার গল্প আমাকে কাজে আগ্রহী করে তুলেছে।’
পরিচালক কামরুজ্জামান রোমান জানান, সিনেমার মূল আকর্ষণ হলো এর গল্প, যা দর্শকের দৃষ্টি ধরে রাখবে। তিনি বলেন, ‘কলাকুশলীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন, এবং দর্শকের জন্য একটি মানসম্মত কাজ উপস্থাপন করতে চাই। অপু বিশ্বাসের ফিরে আসা এবং নতুন সিনেমা ও ওয়েব ছবিতে তাঁর অংশগ্রহণ দর্শকদের মধ্যে নতুন রোমাঞ্চ ও আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’
অপু বলেন, ‘সজল ভাই অত্যন্ত বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আশা করছি সিনেমার কাজ ভালোভাবেই শেষ করতে পারব।’
দ্বিতীয়টি হচ্ছে ‘সিক্রেট’, যা থ্রিলার ও হত্যাকাণ্ডের রহস্যভিত্তিক গল্প। এতে অপু বিশ্বাস, তরুণ অভিনেতা আদর আজাদ এবং ছোটপর্দার অভিনেতা পীযূষ সেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। পীযূষ সিনেমাটির প্রযোজকও।
দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করা অপু বিশ্বাসের শতাধিক সিনেমা রয়েছে। তার নায়ক হিসেবে সবচেয়ে বেশি জুটি হয়েছে শাকিব খানের সঙ্গে, তবে মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন ও জয় চৌধুরীর বিপরীতেও তিনি অভিনয় করেছেন।