বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবার সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫সেপ্টেম্বর রাত্রি প্রায় ১০ঃ১৫ ঘটিকার সময় বগুড়া কাহালু থানাধীন দূর্গাপুর থেকে তালোড়া গামী পাকা রাস্তার মহিদা পুকুর ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ধর্তব্য অপরাধ সহ ডাকাতির প্রস্তুতিকালে ০২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ,একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ০৮জন সদস্য আড়ক করেন।
গ্রেফতারকৃতরা হলেন-১।মোঃ রাব্বি হোসেন(২২)পিতা মোঃ আব্দুল ওয়াদুদ,সাং-খান্দার বিলেরপাড়
২।মোঃ হাবিবুর রহমান রনি(২৫)পিতা মোঃ আনোয়ার প্রাং, সাং-মালগ্রাম দক্ষিপাড়া ৩।মোঃ ইসমাইল হোসেন তরু(২১)পিতা মৃতঃ জাকির হোসেন সুমন,সাং-খান্দার বিলেরপাড় ৪।মোঃ মোমিন(২১)পিতা মোঃ মোয়াজ্জেম হোসেন,সাং-মালগ্রাম চাপড়পাড়া
৫। মোঃ আহসান হাবীব(২০)পিতা মোঃ রাজু আগম্মেদ, সাং-ঠনঠনিয়া নতুন পাড়া ৬।মোঃ ফারদিন চৌধুরী(২২) পিতা মোঃ আমিনুর রহমান রিবু, সাং-ঠনঠনিয়া নতুনপাড়া ৭।শ্রী অন্তুর সরকার(২১)পিতা শ্রী মিন্টু সরকার ৮।মোঃ রাহুল খান কারিম(২১)পিতা মোঃ মাসুদ বেপারী,সাং-খান্দার ভিআইপি রোড,সাং-ঠনঠনিয়া হিন্দুপাড়া সর্ব থানা বগুড়া সদর জেলা বগুড়া।
ডাকাতদলের সদস্যদের কাছ থেকে একটি ৭.৬৫বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন,দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি কাঠের বাটযুক্ত রাম দা,দুইটি বার্মিজ চাকু, একটি প্লাষ্টিকের রশি,একটি সচ্ছ স্কচটেপ,একটি বাজার করা প্লাটিকের ব্যাগ উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,গ্রেফতারকৃত আসামীরা তাহারা এবং তাহাদের সহযোগী পলাতক অজ্ঞাতনামা আরো কয়েকজনের সহায়তায় পরস্পর যোগসাজসে বগুড়া কাহালু থানাধীন দূর্গাপুর থেকে তালোড়া গামী পাকা রাস্তার মহিদা পুকুর ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া রোড ডাকাতি করার লক্ষ্যে বর্ণিত স্থানে ডাকাতির উদ্দেশ্যে শলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহন করিতেছিল বলিয়া স্বীকার করে। এছাড়াও তাহারা দীর্ঘদিন যাবত বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসিতেছিল বলিয়া স্বীকার করে।প্রকাশ থাকে যে,গ্রেফতারকৃত আসামী মোঃ রাহুল খান কারিম(২১)এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১(এক)টি অস্ত্র মামলা রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করা হয়েছে।সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২