ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় গাঁজাসহ নারী গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২৮ গ্রাম গাঁজাসহ মনোয়ারা বেগম (৫২)নামের এক নারীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।বুধবার(৩১আগষ্ট)ভোর রাতে দক্ষিণ আইচা থানার করিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানা পুলিশের একটি টিম করিমপাড়া বাজারের পূর্ব পাশে ওই গ্রামের মুনসী বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৫২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফাজ্জল মিঝির স্ত্রী।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন তিনি জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।