নড়াইলে নিঃস্বার্থ ভাবে শ্রমিকের পাসে থেকে শ্রমিকের সহ শ্রমিক ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছেন নড়াইল জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন (১২৮৩) এর বারবার নির্বাচিত বিপ্লবি সাংগঠনিক সম্পাদক মোঃ মোনায়েম হোসেন।
জানা যায়,বৈশ্বিক মহামারি করোনার সময় থেকে তিনি বেকার সকল শ্রমিকদের সরকারি অনুদান ছাড়া নিজস্ব তহবিল থেকে সামর্থ্য অনুযায়ী অনেক অনুদান করেছেন। শ্রমিকের যে কোন বিপদে -আপদে ঝাপিয়ে পড়েন নিজের মনে করে।সড়ক দুর্ঘটনায় ইউনিয়নের শ্রমিক আহত- নিহত হলে তার পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে সবার আগে মোঃমোনায়েম হোসেন এগিয়ে আসেন।শুধু শ্রমিক নয়,মোনায়েম হোসেন নিজ এলাকা তথা তুলারামপুর ইউনিয়নের সকল শোষিত-বঞ্চিত,নির্যাতিত -নিপিড়িত মানুষের পাশে থেকে সাধ্য মত উপকারের চেষ্টা করেন বলে ও জানা যায়।তিনি একজন সাদা মনের মানুষ। শ্রমিক ইউনিয়ন সহ তুলারামপুর ইউনিয়নের সর্বসাধারনের প্রসংশায় ভাসছেন।
প্রতিবেদন লেখার আগে এ প্রতিনিধির কথা হয় মোনায়েম হোসেনের সাথে।তিনি বলেন,মানুষ মানুষের জন্য।আমি মানুষের জন্য কাজ করি।আমি একজন শ্রমিক নেতা।আমি গরিবের কষ্ট বুঝি।কারন আমি গরিব।যে যাই আছি, সেখান থেকে মানুষের পাশে থাকি।ভালবাসা দিয়ে মানুষের মন জয় করি,তাতে আল্লাহ আমাদের ভাল রাখবেন।তিনি বলেন, জীবে দয়া করে যে জন,সে জন সেবিছে ইস্বর।
শ্রমিক ইউনিয়ের নির্বাচন নিয়ে বারবার নির্বাচিত শ্রমিক নেতা মোনায়েম হোসেন বলেন,আসছে নভেম্বরে নড়াইল জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন(১২৮৩) এর নির্বাচন।এবারের নির্বাচনে আমি আবার ও সাংগঠনিক সম্পাদক পদে পদপ্রার্থী। শ্রমিক ভাই রা আপনারা আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আবারো আপনাদের সেবা করার দরজা খুলে দিবেন।আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।
নড়াইল ১২৮৩ এর সকল শ্রমিকবৃন্দ ও মোঃ মোনায়েম হোসেনের সাথে।তিনি সকল শ্রেনিপেশার লোকদের নিকট দোয়া ও আশির্বাদ চেয়েছেন।আর শ্রমিক ভাইদের কাছে চেয়েছেন সমর্থন।বিগত দিনের মত এবারের নির্বাচনে ও বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ১২৮৩ এর সাংগঠনিক নেতৃত্বে থাকবেন বলে আশা ব্যাক্ত করেন।