রিপোর্টারঃ বিরামপুর দিনাজপুর–দিনাজপুরের বিরামপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জাতীয় গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মুরাদ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল, থানার তদন্ত(ওসি)মমিনুল ইসলাম,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ(ভারঃ)মেসবাউল হক,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী,মকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার,দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মো. মোজ্জাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন সহ আরও অনেকে।উদ্বোধনী খেলায় আটটি দল অংশ গ্রহণ করেন।এতে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও জোতবানী ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।এসময় দুই দল নির্ধারিত সময়ে ১-১ গোল প্রদান করেন।পরে টাইব্রেকারে মুকুন্দপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
দিত্বীয় খেলায় পলিপ্রয়াগপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।এতে কোন দল গোল না করায় নির্ধারিত সময় শেষ হয়।পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।এতে কাটলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
বিকেলের খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন।এতে খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও দিওড় ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে কোন দল গোল না করায় নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।এতে খাঁনপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।দিত্বীয় খেলায় পৌরসভা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ও বিনাইল ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়।এসময় দুই দল নির্ধারিত সময়ে ৩-১ গোল প্রদান করে পৌরসভা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ী হয়।
এসময় খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, বিপ্লব, ফয়জার, উপজেলা ক্রীড়া সংস্থার মুক্তি মাহমুদ খাঁন ও মোস্তাফিজুর রহমান মাসুম।খেলার সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বালক অনূর্ধ্ব-১৭ এর সেমিফানাল ও ফাইনাল খেলা অুনষ্ঠিত হবে।