মোঃ এনামুল হক-নড়াইল জেলাঃ
নড়াইল জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনে অদ্য ১১ অক্টোবর-২০২২ইং সাল রোজ মঙ্গলবার তারিখ অপরাহ্ণে নড়াইল জেলা বিশেষ শাখা(ডিএসবি) বার্রষিক পরিদর্শন করেন জনাব সরদার তমিজউদ্দিন আহমেদ,কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি),স্কুল অব ইন্টোলিজেন্স এসবি,উত্তরা ঢাকা।
সম্মানিত অতিরিক্ত ডিআইজি মহোদয় পরিদর্শন উপলক্ষ্য নড়াইল জেলায় উপস্থিত হলে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন।
অতঃপর জেলা পুলিশের একটি চৌকস টিম অতিরিক্ত ডিআইজি মহোদয়কে সালাম প্রদর্শন করেন,সালামি গ্রহন শেষে তিনি নড়াইল জেলা বিশেষ শাখার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টার সমূহ পর্যবেক্ষন করেন এবং অগ্রিম তথ্য সংগ্রহ ও নজরদারীর (Surveillance)মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে অফিসার ও ওয়াচারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় নড়াইল জেলা বিশেষ শাখা (ডিএসবি)ও জেলা পুলিশের উর্রধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তথ্য-নড়াইল জেলা পুলিশ