1. ezequielsreyes@gmail.com : admin :
  2. ezequielsreyes+wordpress@gmail.com : wpadmin :
লক্ষ্মীপুরে তিন বছর পর কবর থেকে এক কিশোরীর লাশ উত্তোলন। - দুরান্ত টিভি
December 9, 2024, 10:19 pm
শিরোনাম :
কাশিয়ানীতে,ককটেল বোমা ও দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের দুইজন ডাকাত আটক। নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমান’কে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় থেকে অব্যাহতি পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল নড়াইল প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪’ উপলক্ষ্যে একটি আলোচনা সভা দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত  নড়াইল ডিবি কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২জন পবিপ্রবিতে ভূয়া ফলক উন্মোচন করে বিতর্কিত ডিন নুরুল আমিন ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ গোপালগঞ্জে ইউএনও কে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান দিনাজপুর সিমান্তে বিজিবি কর্তৃক মাদকদ্রব্য আসামি সহ আটক ভ্রাম্যমাণ আদালতে শাস্তি

লক্ষ্মীপুরে তিন বছর পর কবর থেকে এক কিশোরীর লাশ উত্তোলন।

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।
  • সময়: Friday, September 30, 2022,
  • 176 Time View

ঢাকার ধানমন্ডিতে ছাদ থেকে ফেলে দিয়ে রিয়া আক্তার (১৩)নামে এক কিশোরী গৃহকর্মীকে হত্যার অভিযোগে আদালতের নির্দেশে তিন বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বরর)দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরার উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মন্ডলতলী গ্রামের রিয়ার নানার বাড়ির কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।পরে ফরেনসিক বিভাগে পাঠায় ডিবি পুলিশ।

সূত্র জানায়, ২০১৯ইং সালের ১৬ আগষ্ট রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে নিহত হয় গৃহকর্মী রিয়া।এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা হয়।ওই মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত প্রতিবেদন দাখিল করে।এতে নারাজি দিয়ে ওই কিশোরীর মা কুলসুম বেগম তার মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয় বলে দাবি করেন।পরে ঢাকা এমএম আদালত নং-৮ গত ১মে ডিএনও পরীক্ষার জন্য মরদেহ উত্তোলনের আদেশ দেয়।

নিহত রিয়া জামালপুর জেলার বকশিগঞ্জের ভ্যান চালক রাজু আহমেদের মেয়ে।তারা গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকা বসবাস করতেন।এখনো তার বাবা-মা আউচপাড়া বসবাস করেন। রিয়া টঙ্গী আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।তার নানার বাড়ি লক্ষ্মীপুরে।

নিহতের পরিবার জানিয়েছেন,২০১৯ইং সালের তিন আগস্ট রিয়া ও শিমলা নামে দুই কিশোরীকে গৃহকর্মীর কাজের কথা বলে ধানমন্ডির ৯১নং বাসায় নিয়ে যায় তাদের পূর্ব পরিচিত জাকির হোসেন।একই বছরের ১৬ আগস্ট ভোরে একটি প্রাইভেটকারে কয়েকজন ব্যক্তি গিয়ে রিয়া অসুস্থ বলে পরিবারকে জানায়।পরে বাসায় গিয়ে দেখে রিয়া মারা গেছে।এসময় বাসার মালিক মমিনুল ১০ম তলা বিল্ডিংয়ের বেলকুনি দিয়ে শাড়ী বেয়ে নামার সময় রিয়া পড়ে মারা গেছে বলে জানান।পরে একটি কাগজে সই নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।পরের দিন লক্ষ্মীপুর সদরের হামছাদী এলাকায় নিহতের নানার বাড়ীর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

নিহতের মা কুলসুম বেগম বলেন,ন্যায় বিচারের স্বার্থে মহানগর মুখ্য হাকিম আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেছি।মামলাটি পিবিআই ২০২১ইং সালের ৭ জুলাই তদন্তের দায়িত্ব নেয়।তদন্তকালে বিভিন্ন স্বাক্ষী, জবানবন্দী,ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে আদালতে চলতি বছরের ৩ মার্চ পিবিআই প্রতিবেদন দাখিল করে।মামলার চলমান প্রক্রিয়ায় প্রতিবেদন উপযুক্ত মনে না করায় আদালত মামলাটি ডিএনএ পরীক্ষা করার জন্য ডিবিকে লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছেন।

লক্ষ্মীপুর কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়।এটি ময়নাতদন্ত করা হবে। পরে ফের মরদেহ দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x