এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে আলমগীর হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেতী সর্ববিদ্যা।এই অভিযোগে আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্বপনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার(২২সেপ্টেম্বর)সকালে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন উপজেলার চরজব্বার ইউনিয়নের চর পানাউল্যাহ গ্রামের আক্তার হোসেন এর ছেলে।আলমগীর হোসেন উপজেলার সৈকত সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।আসল পরীক্ষার্থী চরজুবিলী ইউনিয়নের জুবিলী গ্রামের জসিম উদ্দীন এর ছেলে।সে জুবিলী হাবিব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান,বৃহস্পতিবার সকালে গনীত বিষয় পরীক্ষা ছিল।পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্সি দেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার অপরাধ বিবেচনা করে তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৩ ধারায় ১বছর কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্ববপনকে বহিষ্কার হয়েছে।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হলে আসামীকে গ্রেপ্তার করে আদালত প্রেরণ করা হয়েছে।