গোপালগঞ্জে টিসিবি ও পারিবারিক কার্ডধারী ৭হাজার ২শত পরিবারের মধ্যে ৩০টাকা দরে OMS-এর চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
০১সেপ্টেম্বর-২০২২ইং রোজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের দুটি কেন্দ্রে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন উপস্থিত ছিলেন।সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ২৫ জন ডিলারের মাধ্যমে ঘুরে ফিরে ৩৬ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।
TCB-টিসিবি ও পারিবারিক কার্ডধারীরা প্রতি মাসে ২বার করে চাল ক্রয় করতে পারবেন।প্রতিদিন গোপালগঞ্জ পৌরসভায় ২হাজার,টুঙ্গিপাড়া পৌরসভায় ১হাজার ৬শত,কোটালীপাড়া পৌরসভায় ১হাজার ৬শত,মোকসেদপুর পৌরসভায় ১হাজার ২শত,কাশিয়ানী সদর ইউনিয়নে ৮শত পরিবারের মাঝে এই চাউল বিক্রি করা হবে বলে জানা যায়।
চাউল নিতে আসা শহরের থানাপাড় বাসিন্দার একনারী বলেন,বাজারে মোটামুটি মানের চালের প্রতি কেজি দাম ৫০টাকা।স্বল্প আয় দিয়ে বাজার থকে চাউল কেনা আমাদের অত্যান্ত কষ্টসাধ্য ব্যপার।এখানে ওই মানের চাল ৩০টাকায় দিচ্ছেন তাই এখানে চাউল ক্রয় করার জন্য আসছি।
উপস্থিত ক্রয় করা আগত এক বয়স্ক ব্যক্তি বলেন,আমি দিনমুজরি করি দিনব্যাপী উপার্জন করি তা দিয়ে বাজার থেকে চাউল কেনা সম্ভব নয়।এখানে ৩০টাকা মূল্যের ৫কেজি করে চাউল দিচ্ছে তাই এখানে কিনতে আসছি।কম দামের চাউল পেয়ে ভাল লাগছে।প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
গোপালগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত)মোঃ শহীদুল্লাহ জানান গোপালগঞ্জে পৌরসভায় ১জন, টুঙ্গিপাড়া পৌরসভায় ৪জন,কোটালীপাড়া পৌরসভায় ৪জন,মোকসেদপুর পৌরসভায় ৩জন ও কাশিয়ানী সদর ইউনিয়নে ২জন ডিলার রয়েছে।প্রতিদিন এসমস্ত পরিবারের কাছে ডিলার এই চাউল বিক্রি করবে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, চাউলের বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার এই উদ্যোগ নিয়েছেন TCB-টিসিবির পাশাপাশি OMS ওএমএস ও খাদ্যবান্ধব চাল কার্যক্রম চালু রয়েছে। কার্ডধারী যাদের চালের দরকার ডিলারদের নিকট থেকে চাউল ক্রয় করতে পারবেন।
গোপালগঞ্জে কার্ডধারী পরিবারের মধ্যে OMS-এর চাউল বিতরণে সকলে লাইনবন্ধভাবে নারী পুরুষ ক্রয় করছেন।সু-শৃঙ্খলভাবে হাতে কার্ড নিয়ে পরিবেশ সম্মত যথাযথভাবে চাউল নিয়ে ফিরছেন বাড়ীতে।এছাড়াও স্বল্পমূল্যের চাউল বিতরনে ক্রয় ব্যক্তিদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।