বগুড়া জেলার ডিবি পুলিশের মাদক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বগুড়া জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবতী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্বাবধানে ডিবি বগুড়ায় ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির একটি টিম অদ্য ইং ২৭আগষ্ট ২০২২ইং রোজ শনিবারে ১২টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন পিরব তালুকদার পাড়া রাস্তা হতে ২কেজি গাঁজাসহ আটক করে আটককৃত আসামী ১|মোঃ রজিব সরকার(৩৬)পিতা মোঃরমজান সরকার সাং-মোড়াইল,এ/পি গ্রেফতার হয় শশুর মোঃমোকছেদ আলী সাং-পিরব সাতালিপাড়া,থানাঃশিবগঞ্জ জেলাঃবগুড়া।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।আসামী মোঃ রজিব সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি মামলা রয়েছে।সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।