নড়াইল সদরের তুলারামপুরে বৃক্ষ রোপন সপ্তাহ উদ্বোধন।
নড়াইল সদর উপজেলার ৬নং তুলারামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন ব্যাপি বৃক্ষ রোপন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।উক্ত বৃক্ষ রোপন সপ্তাহ উদ্বোধন করেন তুলারামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান টিপু সুলতান।
উদ্বোধন কালে চেয়াম্যান টিপু সুলতান বলেন,আমরা যে অক্সিজেনের জন্য বেঁচে আছি সেটা তো এই বৃক্ষের অবদান।বৃক্ষ অভাবে আজ অনাবৃষ্টি, অধিক গরম,ঋতু পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছি।অক্সিজেনের কমতি ও কার্বন -ডাই-অক্সাইডের বাড়তি চাপ বৃক্ষ অভাবে। সারা বিশ্বে নানা কারনে আমরা সাধারন মাুনুষেরা বৃক্ষ কর্তন করে বিশ্ব কে বিপদের মুখে ঠেলে দিচ্ছি।যেটা কর্তন করছি সেটা আর পুরন করছি না। একটি সন্তানের মায়া নিয়ে একটি বৃক্ষ রোপন করি।সন্তান খেতে না দিলে ও সেই দুর্দিনে রোপন কৃত বৃক্ষ টি হতে পারে শেষ দিনের অবলম্বন।তাই আসুন সকলে ১ টি করে হলে বৃক্ষরোপণ করি।সবুজ শ্যামলিমাই করে গড়ে তুলি আমার ইউনিয়ন তথা গোটা বিশ্ব।
এসময় আরো উপস্হিত ছিলেন,নড়াইল সদর থানার ৬নং তুলারামপুর ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বরত অফিসার এস আই শিশির,ইউপি সদস্য কার্তিক, সাংবাদিক সাথি তালুকদার সহ ইউনিয়নের গরুত্বপূর্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।