পিরোজপুর বিভাগের জাতীয় শোক দিবস পালিত হয়েছে।নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পিরোজপুর সওজ বিভাগ।দিবসটি পালন উপলক্ষে সোমবার দুপুরে যোহর নামাজ শেষে পিরোজপুর সওজ বিভাগের আয়োজনে ধুপপাশা এতিম খানা জামে মসজিদে দোয়া মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ,উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুজ্জামান,উপ-সহকারী প্রকৌশলী শামীম আহসান।এসময় সওজ বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে ধুপপাশা এতিমখানার শতাধিক শিশুদের খাবার বিতরণ করা হয়।
হামিম সরদার-পিরোজপুর প্রতিনিধি।