রিপোর্টঃ-মোঃ এনামুল হক
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) সভাপতি মোঃ এনামুল হক কমিটির সকল সদসবৃন্দদেরকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।লনড়াইল জেলা আরজেএফ কমিটির সভাপতি সাজ্জাদ আলম খান সজল,সহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন।রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম কে অসংখ্য ধন্যবাদ ও সেই সাথে রইল শুভকামনা।
Durantotv24.com (দুরান্ত-টিভি) নিউজ পোর্টালকে শুভকামনা ও অভিনন্দন জানান।রিপোর্টারদের উদ্দোশ্য করে বলেন যে সকল রিপোর্টারগন এই নিউজ পোর্টালে নিউজ দিবেন এবং সত্যঘটনার বিষয়বস্তু তুলে ধরবেন।
ভিডিও নিউজ দিবেন নিউজ পোর্টাল আগ্রহের সাথে প্রতিনিধিদের নিউজ পাবলিষ্ট করে দিবে বলে আশা করেন।প্রত্যেক প্রতিনিধি স্পর্ষ্টভাবে লেখার চেষ্টা করবেন।শিরোনাম সংক্ষিপ্তভাবে দিবেন,তারপর নাম পদবী,স্পেস দিয়ে বিস্তারিত লিখবেন এটাই সাংবাদিকতা ও রিপোর্টারদের কাজ।নিউজের সাথে যে ছবি দেওয়া হয় সেটি যেন পরিস্কার ছবি হতে হবে।
আর প্রতিনিধি হতে হলে এক কপি,এনআইডি,সিভি অবশ্যই দিবেন।সাংবাদিকতার কাজ নিয়মনীতিকে অনুসরন করে কাজ করবে।সাংবাদিকতা একটি মহান পেশা ও সম্মানজনক পেশা তবে নিজের প্রচেষ্টায় আকড়িয়ে ধরে রাখতে হবে।মনে রাখতে হবে যেকানে অন্যায় সেখানে সাংবাদিকদের প্রতিবাদ নিউজ।সাহসীকতার সাথে কলম দিয়ে প্রতিহত করতে হবে দূর্নীতি অন্যায় অবিচারের প্রতি রুখে দাড়াতে হবে।নিজে অন্যায় না করি এবং অন্যকে অন্যায়ের প্রশ্রয় না দিই।আপনার একটি নিউজে উপকার হতে পারে অপকার হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আগামীদিনের স্বপ্নের সাথী অগ্রযাত্রা শুভ হোক ও দুরান্তের সাথে এগিয়ে চলুক দুরান্ত-টিভি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করেন সাংবাদিক মোঃ এনামুল হক