“তুই আমার আত্মার জীবন” শিরোনামে গাওয়া এই গানটির মিউজিক ভিডিওর কাজ সম্প্রতি শেষ হল । আগামীকাল বিকেল ৫ টায় রিলিজ হবে, SK Shakib Music Bd ব্যনারে, খুদ্র শিল্পী আর জে রোমান ভাইয়ের কন্ঠে,। মিউজিক করেছেন মোঃ হৃদয় ভাই অনেক সুন্দর সংগীত পরিচালোনা করেছেন যথা যথ বেশ কিছু গান ইউটিউবে তমুল আলচনায় আছে ইতি মধ্যে তুই আমার আন্তার জীবন গানটি আশা করা যায় পাবলিকের ভালোবাসা পাবে গীতিকার ও সুরকার ও প্রডিউসার এফ ডি সি সাকিব বললেন তার পরেও রোমানের বেশ কিছু গান সারা পেয়েছে ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ ও ইন্ডিয়া আর জনপ্রিয় সংগীত গীতিকার ও সুরকার তার লেখা ও সুরে Mr Mango Tuwist Music ব্যনারে শীঘ্রয় রিলিজ হবে ” ও জাদুরে ও সোনা রে ” বুজলিনা তুই পাষান বন্ধু ” দুটি গান টিক টকে ব্যাপক সারা পেয়েছে জানিয়েছে Mr Mango Tuwist Music চ্যানেলের মালিক হৃদয় আনাব সোহাগ ।