রিপোর্টারঃ এম এ শাহিন–ঈদ-উল আযহায় মহাসড়কে কোনো যানজট থাকবে না বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।এক্ষেত্রে সবার সহযোগিতাও প্রয়োজন মন্তব্য করে তিনি আরও বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যেন কোন রকম যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাশাপাশি ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।মহাসড়ক সংলগ্ন হাট-বাজারগুলোতে কোরবানির পশুবোঝাই ট্রাক মহাসড়কের ওপর থামানো যাবে না।
বৃহস্পতিবার (১৫জুন) বিকালে বগুড়ার মোকাতমলা থেকে শেরপুরের সীমাবাড়ী পর্যন্ত ৬৫ কিলোমিটার নির্মাণাধীন ছয়লেন মহাসড়ক পরিদর্শন শেষে প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,মহাসড়কের উপর কোনো প্রকার চামড়া কেনাবেচার হাট বসানো যাবে না। এরইমধ্যে বিষয়টি চামড়া ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় ওই প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল)সজীব শাহরীন,শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা,শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেষ্ঠ্য সাংবাদিক মুন্সী সাইফুল বারী ডাবলু,সহকারী কমিশনার(ভূমি)এসএম রেজাউল করিম,শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।
এছাড়া সওজ,হাইওয়ে পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।