রিপোর্টারঃ-মিজানুর রহমান মিলন-মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৩ জুন)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে এবং ডা: মোতারফ হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ভিপি আলহাজ্ব এম সুলতান আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান হিফাজত আরা মিরা।এছাড়াও মেডিকেল অফিসার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা,যুবলীগ নেতা ঈমান হোসেন,আপেল মাহমুদসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিশেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।