বগুড়া জেলার গাবতলী মডেল থানার মামলা নং-০৬,তারিখ-০৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি.জিআর নং-২৪৩/২২,ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০, এর সন্দিগ্ধ গ্রেফতারকৃত আসামী মোঃ ইমরান হোসেন ওরফে চঞ্চল (৩২),পিতা-মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আফজাল,সাং-বরপুর লাইলিপাড়া, থানা ও জেলা-বগুড়াকে গাবতলী মডেল থানা পুলিশ বর্ণিত মামলায় গ্রেফতারপূর্বক গত ২১/০৫/২০২৩ খ্রি.তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণের জন্য বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম উত্তর ধারের গেটে আসামীকে স্কট গাড়ী হতে নামানোর সময় উল্লেখিত আসামী কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়।উক্ত ঘটনার প্রেক্ষিতে পলাতক আসামীকে গ্রেফতারের নিমিত্তে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম ২১/০৫/২০২৩ খ্রি. তারিখ হতে অদ্য ২২/০৫/২০২৩ খ্রি. তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকার বিভিন্ন সময়ে নওগাঁ জেলার পত্নীতলা থানা ও বগুড়া জেলার সদর,গাবতলী,শিবগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানাধীন নওদাপাড়া গ্রামের জঙ্গলের মধ্যে পরিত্যাক্ত বাড়ি হইতে আসামী মোঃ ইমরান হোসেন ওরফে চঞ্চলকে গ্রেফতার করা হয়।প্রকাশ থাকে যে, ধৃত আসামী মোঃ ইমরান হোসেন ওরফে চঞ্চল এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতির চেষ্টা,চুরি ও মাদক আইনে ০৩টি মামলা রহিয়াছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় পুলিশ হেফাজত হতে পলাতক হওয়ায় এ সংক্রান্তে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২২/৫/২০২৩ ইং