নড়াইল জেলা জজকোর্ট এর আইনজীবী অ্যাডভোকেট মোঃ রাকিব হাসানকে নড়াইল জেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)প্রধান উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাজ্জাদ আলম খান সজল,লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি,দুরান্ত টিভি(আইপি টেলিভিশন’র)সম্পাদক ও প্রকাশক ডা.মোঃ এনামুল হক-আজ ১৫মে-২০২৩ইং রোজ সোমবার বিকাল ৫টার সময় আরজেএফ অফিসে প্রেসকার্ডটি তুলে দিলেন।এসময় উপস্থিত ছিলেন দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি।দুরান্ত টিভি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মোঃ রাকিব হাসান বলেন দুরান্ত টিভি’র সাথে যে সকল সাংবাদিক বা প্রতিনিধিগন জড়িত আছেন তাদের উদ্দেশ্য করে বলেন সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।সাংবাদিকতা একটি মহান পেশা,সম্মানজনক পেশা,সাংবাদিকতা আবার নেশাও বটে।সকলেই সাংবাদিকতার সম্মান বজায় রাখার চেষ্টা করবেন।নিয়মঅনুযায়ী পথ চলতে হবে।নিয়মঅনুযায়ী নিউজ কালেকশান করতে হবে।নির্ভূলভাবে ও সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে হবে।সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানান।