আশিকুর রহমান শান্ত-ভোলা প্রতিনিধি।
শুক্রবার (২১ অক্টোবর-২০২২ইং) সমাজসেবা অধিদপ্তরের ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন)পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসাধুপায় অবলম্বনের দায়ে ৪টি কেন্দ্র হইতে দুই নারীসহ মোট ৯জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ।
ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন লালমোহন উপজেলার লড হার্ডিজ এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্ধা মোঃ বারিব উল্লাহর ছেলে ১।মোঃ সোহেল (২৫),২।লালমোহন উপজেলার মহেষখালী ৮নং ওয়ার্ড বাসিন্দা মোঃ শাজাহান এর ছেলে মোঃ ফজলুর কবির (২০), একই উপজেলার রাইচা গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রাজ্জাকের ছেলে ৩।মোঃ রাজিব হোসেন (২৭), তজুমুদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাজিকান্দি গ্রামের বাসিন্ধা মোঃ আঃ রহিম এর ছেলে ৪।মোঃ ইউসুফ (২৩),ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে ৫।মোঃ মাকসুদ (২৬),সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে ৬।মোঃ অয়াজিউল্লাহ (২৬),সদর উপজেলার ব্যাংকের হাটের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে ৭।মোঃ নুর উদ্দিন(২৯),এবং দুই নারীকে আটক করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।