লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাশার ওরুপে সাদদুল নিরিহ সাধারণ মানুষ থেকে সরকারি ঘর,পানির কল,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মাতৃত্বভাতা পাইয়ে দেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয়।এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়নবাসী।
সোমবার সকাল ১১টায় চররুহিতা ইউনিয়न রসুলগঞ্জ বাজারের বোর্ড অফিসের সামনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।এসময় বক্তরা বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদদুল মেম্বার সাধারণ গরীব, অসহায়,দারিদ্র্য লোকদের থেকে সরকারি ঘর,পানির কল,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মাতৃত্বভাতা পাইয়ে দেওয়ার কথা বলে,হাজার হাজার টাকা হাতিয়ে নেয় ইউপি সদস্য এবং ভুয়া তালিকা দিয়ে ভিজিএফ এবং বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আলমগীর হোসেন নামে একজন জানিয়েছেন,তার ভাবি আকলিমাকে দিয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতনের ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করান আবুল বাশার। তিনি মামলার ১নং স্বাক্ষী।
এসময় বক্তারা আরো বলেন,অনতিবিলম্বে দুর্নীতিবাজ ইউপি সদস্য আবুল বাশার ওরুপে সাদদুল মেম্বারকে গ্রেফতারসহ আওয়ামীলীগ থেকে বহিষ্কার করার জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।