নড়াইল জেলা লোহাগড়া উপজেলার তরুন সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যা চেষ্টাকারী ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন এর নামে অবশেষে মামলা রুজু হয়েছে।যার মামলা নং ৪/২৩ তারিখ ৩/০৬/২০২৩ইং রোজ শনিবার উল্লেখ গত ১জুন বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ প্রকাশের জের ধরে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন তার লালিত ভাড়াকরা সন্ত্রাসী বাহিনীদের দিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাসকে হত্যার উদ্দেশ্য হামলা করে মারপিট করে রক্তাক্ত জখম করে।কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হলেও লোহাগড়া থানা পুলিশ মামলা গ্রহন করতে গড়িমসি করে।সাংবাদিক হত্যা চেষ্টাকারী চেয়ারম্যান বোরহান উদ্দিন এর শাস্তি দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পক্ষ থেকে গত ২জুন শুক্রবার বিকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।এবং পুলিশের প্রতি চেয়ারম্যান বোরহানসহ জড়িতদের বিরুদ্ধে জরুরি আইনগত পদক্ষেপ গ্রহন করার আহবান জানানো হয়।যে কারনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে-৩জুন চেয়ারম্যান বোরহান উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টার মামলা রুজু করা হয়।এবিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সকল সাংবাদিকবৃন্দ।
একজন সাংবাদিককে দিনের বেলায় প্রকাশ্য লক্ষীপাশা উপজেলা গেইট থেকে হকিষ্টিক দিয়ে এলোপাথাড়িভাবে চেয়ারম্যানসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়।তবে সাংবাদিক আজিজুর বিশ্বাস প্রানের ভয়ে আশ্রয় নেয় একটি দোকানে।ভিডিওতে দেখা যায় গ্যারেজে থাকা মোটরসাইকেল ও প্লাষ্টিকের চেয়ার ভাংচুর।সাংবাদিককে হত্যাচেষ্টার সময় চেয়ারম্যান বোরহান উদ্দিন নিজেই অকথ্য ভাষা ব্যবহার করে সেই সাথে তার বাহিনীকে নিয়ে সাংবাদিককের উপর হামলা চালায়।হাতে দেখা যায় হকিষ্টিক,রড়,ইত্যাদি সরন্জাম।তবে হকিষ্টিক সাধারন মানুষের ব্যবহার করার কোন নিয়ম নাই।তবুও আইন ভঙ্গ করে চেয়ারম্যান গুন্ডা বাহিনীকে হুকুম প্রদান করেন।
বিশেষ সূত্রে জানা যায় সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক,ঢাকাতে কয়েকটি বাড়ি করেছেন,লক্ষীপাশা তেলের পাম্প করেছেন,লক্ষীপাশা ২/৩আলিশান বাড়ি করেছেন,নিজ গ্রামে কয়েক কোটি টাকার নতুন বাড়ি করেছেন।পিতার ভিটায় একটি বাড়ি করেছেন,কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে বাড়ি নির্মান করেছেন।শতকোটি টাকা ব্যাংকে জমা রয়েছে।ইউপি নির্বাচনে ১কোটি টাকার বেশি ব্যয় করে চেয়ারম্যান হয়েছেন।তার কয়েকটি দামি গাড়ি রয়েছে।এত টাকার উৎস কি? বিষয়টি দুদকের নজরদারীর প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
দূর্নীতির নিউজ করার জন্য সাংবাদিককে হত্যার চেষ্টা করে,দেশের প্রচলিত নিয়মনীতি অনুযায়ী চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ তার লালিত বাহিনীকে আইনের আওতাধীন এনে বিচার করতে হবে এটাই সাংবাদিক মহল প্রত্যাশ করেন।