নারী
রিপন বিশ্বাস
মা, বোন, বিদ্যার্থী বা নারী,
সবাই সমান জন্মে আমি বিশ্বাস করি।
সম্পূর্ণ সমান হতে চাই তাঁদের অধিকার,
সমস্ত কঠিন সময়ে থাকবে হাতে হাত করে একসাথে সমানভাবে সহযোগিতা করে।
সেই নারী যে জন্মগ্রহণ করে বিশ্বে,
সেই নারী যে সবার মাঝে বেঁচে থাকে।
তাঁকে সম্মান করা হয় সর্বদা,
যেকোন সময় তাঁদের পাশে দাঁড়িয়ে থাকা হয় সমস্ত বিপন্ন ঘটনা দুর করা হয় একসাথে লড়াই করে।