রিপোর্টারঃ শরিফ তারিকুল ইসলাম(সবুজ),বিশেষ প্রতিনিধি
পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্র ১০০ শয্যার সদর হাসপাতালটি দীর্ঘদিন ধরে চলছে তীব্র চিকিৎসক ও জনবল সংকটে।কাগজে-কলমে ১০০ শয্যার হলেও এটি কার্যত চলছে ৫০ শয্যার জনবল কাঠামো দিয়ে,যার মধ্যেও অনেক পদ শূন্য।এই ভয়াবহ সংকটের কারণে স্বাস্থ্যসেবা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
দীর্ঘ অপেক্ষা, অমিল চিকিৎসা প্রতিদিন দূর-দূরান্তের দুর্গম এলাকা থেকে আসা বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভিড় করেন।রোগীদের অভিযোগ,বহির্বিভাগ থেকে শুরু করে আন্তঃবিভাগে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় চিকিৎসকের দেখা মেলে না।পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অপেক্ষার প্রহর দীর্ঘ হয়,অনেক সময় সিরিয়াল থাকার পরেও চিকিৎসককে না দেখেই ফিরতে হয়।
জনবল সংকট ভয়াবহ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১০০ শয্যার হাসপাতাল হলেও এখানে সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অফিসারের অধিকাংশ পদই শূন্য।যেমন,সিনিয়র কনসালটেন্টের ১২টি পদের মধ্যে আছে মাত্র ৪ জন।
মেডিকেল অফিসারের প্রায় ৫০টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১১ জন।নার্সিং ও টেকনোলজিস্ট পদেও একই রকম শূন্যতা বিরাজ করছে।এই অপ্রতুল জনবল দিয়ে দৈনিক ৩০০ থেকে ৪০০ রোগীকে সেবা দিতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
অকেজো আধুনিক যন্ত্রপাতি,অপরিচ্ছন্ন পরিবেশ চিকিৎসক সংকটের পাশাপাশি টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ জনবলের অভাবে হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি মেশিন, আইসিইউ-সহ মূল্যবান আধুনিক যন্ত্রপাতিগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।ফলে রোগীদের বাধ্য হয়ে চড়া মূল্যে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে।
এছাড়াও, হাসপাতালের অপরিষ্কার বাথরুম,ওয়ার্ডের নোংরা পরিবেশ এবং আবর্জনার দুর্গন্ধে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।
বান্দরবানের সিভিল সার্জন জানিয়েছেন,জেলায় জনবল এবং অবকাঠামোর অভাব রয়েছে।চিকিৎসক সংকট নিরসনে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার চিঠি দিয়েছেন,কিন্তু এখনও কোনো সমাধান মেলেনি। ৫০ শয্যার জনবল দিয়েই ১০০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে।তিনি দ্রুত শূন্য পদে জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসার মান উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগী রোগী ও স্থানীয়রা বলছেন,বান্দরবানের সাধারণ দরিদ্র মানুষের ভরসাস্থল এই হাসপাতাল।আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল সংকটে যদি সেবা না পাওয়া যায়,তবে তা অত্যন্ত দুঃখজনক।তারা দ্রুততম সময়ে সব শূন্য পদে চিকিৎসক,নার্স ও টেকনিশিয়ান নিয়োগ দিয়ে বান্দরবান সদর হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।