রিপোর্টারঃ ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের সাবেক এমপি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় উপজেলার সরচাপুর বাজার থেকে শোডাউনটি শুরু হয়ে দুই উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, শোডাউনে হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থনে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। পুরো শোভাযাত্রাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই শোডাউন প্রমাণ করে ফুলপুর-তারাকান্দার মানুষ এখনও বিএনপির সাথেই আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষকে মুক্ত করতে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, “আজকের এই শোডাউন প্রমাণ করে ফুলপুর-তারাকান্দার জনগণ আমাকে মন থেকে গ্রহণ করে নিয়েছে। কারণ, আজকের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তা প্রমাণ করে। তাই আমি আশাবাদী, আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে দেশ ও জাতির জন্য ভালো কিছু করার সুযোগ দেবে।
শোডাউনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলপুর থানা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের শোডাউন আগামী নির্বাচনে বিএনপির মাঠের প্রভাব বাড়াতে সহায়ক হবে।