রিপোর্টারঃ মোঃ বাবু চৌধুরী,নড়াইল
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,বিগত দিনে ১৫সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি),০৮নং দিঘলিয়া ইউনিয়ন বিএনপি ১নং যুগ্ম সাধারন সম্পাদক পদে ছিলেন। ২০২০ইং সালে উপজেলা বিএনপি কমিটির নির্বাচনে কাউন্সিলর ভোটার ছিলেন।
২০১৬ইং সালে দ্রুত বিচার আইন মামলায় জড়িত করে তারপর তিনি তার পেশায় নিয়োজিত হন মাদারীপুর জেলায়।তিনি ১৯৯৮ সালে নড়াইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ডি এইচ এম এস;বি এইচ এম এস(ঢাকা) ৫বছরের কোর্স সম্পূর্ণ করেন, ২০০০সাল থেকে হোমিওপ্যাথিক প্রাকটিকস শুরু করেন এবং চিকিৎসক হিসিবে চলমান রয়েছে।পাশাপাশি রাজনীতির সংযুক্ত রয়েছে দীর্ঘদিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,নবনির্বাচিত ০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল শাখা সভাপতি ডাঃ মোঃ এনামুল হক,দলকে সুসংগঠিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন,লোহাগড়া প্রোগ্রাম,নড়াইল প্রোগ্রামে দিঘলিয়া ইউনিয়ন থেকে শ্রমিকদলের সকল সদস্যদের নিয়ে উপস্থিত থাকতেন।
ইতিমধ্যে দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল কয়েকটি ওর্য়াড কমিটির অনুমোদন দিয়েছেন,তিনি বলেন প্রতিটি ওর্য়াড কমিটি ভিন্নভাবে মানুষের বাড়িতে যেয়ে ভোট চাইতে হবে।আসন্ন জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধীদল গুলো প্রস্তুত নিচ্ছেন ফেব্রুয়ারি মাসের জন্য।একারনে সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগন ওর্য়াড, ইউনিয়ন পর্যায়ে ভোটারদের কাছে যেতে হবে।
০৮নং দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদল,
সভাপতি ডাঃ মোঃ এনামুল হক
ভোটারদের ভোটের অধিকার প্রয়োগ করতে হবে,ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে,বিগত আঃলীগ সরকারের আমলে ভোটারগন ভোট দিতে পারে নাই,কেন্দ্রে উপস্থিত হওয়ার আগেই তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই,ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছে বিএনপি ও সাধারন মানুষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি ডাঃ মোঃ এনামুল হক বলেন নড়াইল ২ আসন থেকে ধানেরশীষ প্রতীক মনোনয়নপত্র যে পাবেন তার নির্বাচন করতে হবে।কোন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করা যাবে না।দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না,প্রতিটি মানুষ তার ভোটের অধিকার রয়েছে,নিজ নিজ কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য লোক গুম,হত্যা,নির্যাতন হয়েছিলো।আয়না ঘরে বন্ধী করে মাসের পর মাস কেটে গেছে,অনেকেরই লাশ খুজে পাওয়া যায়নি,বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলছিলো অরাজকতা।প্রানের ভয়ে মানুষ কথা বলতে পারি নাই,আইন ও বিচার বিভাগে কোন স্বাধীনতা ছিলো না,প্রতিটি দপ্তরে ছিলো ঘুষ আর দূর্নীতি,অন্যায়,অত্যাচার,মিথ্যাচার,পাপাচার সহ আরও অনেক কিছু।
বিএনপির নেতাকর্মী যারা পদ বা সদস্য হতে পারেন নাই,ঘরে বসে থাকবে না,দলের কাজ করতে হবে,আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন দলকে কিভাবে আকড়িয়ে ধরে রাখতে হবে,কিভাবে মানুষের মন জয় করতে হবে,কিভাবে দলকে শক্তিশালি করতে হবে,ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে,দলের ভিতরে কন্দোল সৃষ্টি করা যাবে না,প্রতিদিন প্রতিটি জেলা,উপজেলাতে লাইভটাইমে সময় দিচ্ছেন এবং দল সহ সাধারন মানুষের কথা বলে যাচ্ছেন।
আসুন আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল(বিএনপি)সরকার গঠনের উদ্দোশ্যে কাজ করে যাবো,দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে,অধিকার ফিরিয়ে আনতে হবে,দেশ ও দেশের মানুষকে বাচাঁতে হবে,এই প্রত্যাশা ব্যক্ত করে জনগনের আশা পূরণে তারেক জিয়া জিন্দাবাদ,খালেদা জিয়া জিন্দাবাদ,শহীদ জিয়া অমর হোক।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সমগ্র বাংলাদেশে প্রতিটি কাজে এগিয়ে আছে,এগিয়ে থাকবে,ভবিষ্যৎ ও থাকবে ইনশাআল্লাহ।