রিপোর্টারঃ গাইবান্ধা প্রতিনিধি-
গাইবান্ধা সদর বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইং গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই (মিয়া পাড়া বাধের মাথা) এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসম্রাট কে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,গাইবান্ধা সূত্রে জানা যায়,উপজেলার হরিপুর-গাইবান্ধা পাকা সড়কের পাশের মো.দেলোয়ার হোসেনের মুদি দোকানের সামনে পশ্চিম পাশে বগুড়াগামী একটি মোটরসাইকেলের পেছনে বাধা প্লাস্টিকের বস্তা থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।এসময় ঘটনাস্থল থেকে মটর সাইকেল বাইক জব্দসহ এক মাদক সম্রাট কে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. এনামুল হক।তিনি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক সম্রাটদেরকে নির্মূল করা না হলে যুবসমাজের মধ্যে পড়ে যাবে,অনেকের হতাশা প্রকাশ করে বলেন,আজ আমাদের পূর্বের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হওয়ার কারণে বিভিন্ন জর্জরিত অবস্থার মধ্যেও পড়েছি,অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জানান,যত দ্রুত সম্ভব মাদক নির্মূল করা হবে, এবং এ অভিযান চলমান থাকবে।