রিপোর্টারঃ আল আমিন শিকদার,শিবচর মাদারীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়ন ও সংগঠনের ঐক্য জোরদারের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চাঁন্দেরচর বাজার মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন মৃধার সঞ্চালনায় এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট শাসনামলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সে সরকার পতন হয়েছে, এখন দেশ গণতন্ত্রের পথে ফিরছে। আগামী নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন,দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে প্রশাসন,বিচারব্যবস্থা ও অর্থনীতি পুনর্গঠিত হবে,দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটবে।তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ,ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান,চান্দেরচর বাজারে পাকা টয়লেট নির্মাণ,অকেজো ব্রিজ সংস্কার ও মসজিদ মার্কেটের বেদখল দোকান উদ্ধার করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ২ নম্বর আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু,যিনি বলেন,১৭ বছরের সংগ্রামের পর আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি; এখন সেটিকে আরও সুসংহত করা আমাদের দায়িত্ব।
সভাপতি শাহাদাত হোসেন খান তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকারের প্রশ্নে বিএনপি কখনও আপস করবে না।দেশনায়ক তারেক রহমানের ৩১ দফাই জাতির মুক্তি ও উন্নয়নের পথ।
সভায় আরও উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমামুল হোসেন নূর ইমন,উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাদবর, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম খান প্রমুখ।
বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী,পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।
সভা শেষে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, “আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব। বিএনপি জনগণের দল জনগণের শক্তিতেই আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।