রিপোর্টারঃ বিশেষ প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বরিশাল কোস্টগাডও নৌ পুলিশ কাজিরহাট থানা পুলিশ সহ প্রতিনিয়ত যৌথ অভিযান করছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার বিচক্ষণ ও সাহসী একজন মৎস্য কর্মকর্তা জনাব ওমর সানি মৎস্য অভিযান শুরু থেকে এ পর্যন্ত নদীতে অবৈধভাবে অসাধু কিছু জেলেরা জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে।
তাদেরকে আটক করে।মেহেন্দিগঞ্জ থানার মামলার রুজু করে আদালতে প্রেরণ করেন। এবং বিভিন্ন জেলেদেরকে অবৈধ জালসহ গ্রেফতার করে।জেলেদের কাছে পাওয়া মা ইলিশ মাছ মেহেন্দিগঞ্জ উপজেলা কর্মকর্তা ওমর সানি। বিভিন্ন মাদ্রাসার এতিমখানা গরিব ছাত্রদের ভিতরে বিতরণ করেন।এবং অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে প্রকাশ্য পুড়িয়ে দেন।
এ ব্যাপারে কথা হয় মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ওমর সানি তার সাথে আলাপ করলে।তিনি জানান অভিযান যতদিন আছে।নদীতে কোন জেলেদের জাল ফেলার সুযোগ দেওয়া হবে না।এবং আমাদের অভিযান দিন রাত্র সর্বদা অব্যাহত থাকবে।মেহেন্দিগঞ্জ ওকাজির হাটসাধারণ মানুষের ভিতরে।মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি এর ব্যাপারে ব্যাপক প্রশংসাচলছে। বর্তমানে মৎস্য কর্মকর্তা কঠোর অবস্থানে যেভাবে অভিযান চালাচ্ছে।ভবিষ্যতে মা ইলিশ অভিযানে।কালা বদর সহ বিভিন্ন নদীতে অবৈধভাবে জাল ফেলে মাছ ধরার কোন জেলেরা সাহস পাবে না।মেহেন্দিগঞ্জ উপজেলার এভাবে একজন সাহসী মৎস্য কর্মকর্তা থাকলে। অবৈধভাবে ইলিশ ও ভবিষ্যতে ঝাটকা অভিযানে নদীতে জাল ফেলে অবৈধভাবে জাটকা ইলিশ ধরতে কোন জেলেরা সাহস পাবে না।