রিপোর্টারঃ কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের শতবছরের পুরানো কন্যারকুমের শাখা খাল খননের কাজ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচী কাজের উদ্বোধন করেন।
এসময় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ,বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইসমাইল মানিকসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার বিএমচর ইউনিয়নের শতবছরের পুরাতন কন্যারকুমের শাখা খাল খননে উপকূলীয় ৭টি ইউনিয়ন যথাক্রমে-বিএমচর,কোনাখালী,ডেমুশিয়া,পশ্চিম বড় ভেওলা,বদরখালী,সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এলাকার হাজার হাজার কৃষক ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখছেন।দীর্ঘ ১যুগের অধিক সময় ধরে এ শাখা খাল পলিমাটি জমে ভরাট থাকায় পানি সুবিধা অনিশ্চয়তায় চাষাবাদ নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় ছিলেন স্থানীয় কৃষকেরা।