1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
October 30, 2025, 6:03 am

ভোলায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম।

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি
  • সময়: Saturday, October 8, 2022,
  • 293 Time View

ভোলায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম।

ভোলায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভোলা জেলার দৌলতখান উপজেলায় মাইনুর(৪০)নামের এক নারীকে কুপিয়ে যখম করেছে একই এলাকার বাসিন্দা আব্দুল মন্নান গংরা।

শনিবার ৮ অক্টোবর-২০২২ইং দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় ক্যারাম খেলা নিয়ে উভয় পক্ষের ভিতরে বাকবিতণ্ডা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,মুসলিম পাড়া এলাকায় দোকানের সামনে ক্যারাম খেলা নিয়ে মাইনুর বেগমের ছেলে সোহেল ও ইব্রাহিম এর ছেলে ইমন এর কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির এক পর্যায়ে সোহেলের মা মাইনুর বেগম উভয়কে শান্ত করে ছেলেকে নিয়ে বাসায় চলে আসেন।বাসায় যাওয়ার সাথে সাথে ইব্রাহিমের স্ত্রী পারভিন মাইনুর বেগমদের কে উদ্দেশ্য করে গালিগালাজ করে এবং তার ঘরে ইট পাটকেল মারতে থাকে। ইব্রাহিম ও বাড়িতে এসে সোহেলকে আলোপাতারি মারতে থাকে। সোহেলকে বাঁচাতে গেলে তার মা মাইনুর বেগমকেও এলোপাথাড়ি মারতে থাকে।একপর্যায়ে ইব্রাহিম এর বাবা আব্দুল মন্নান ও তার ছেলে জাহাঙ্গীর(৪০)তার স্ত্রী মনোয়ারা(৫০)পুত্রবধূ জয়নগর(২৮)এর সাথে যুক্ত হয়ে মাইনুর বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি জানান ক্যারাম খেলাকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে।

উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ছোটরা ক্যারাম খেলা নিয়ে কথার কাটাকাটি করে। কিন্তু এই বিষয় নিয়ে বড়রা যেভাবে মারামারি করেছে এটি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে দৌলতখান থানার প্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেনকে মুঠোফোনে ভুক্তভোগী পরিবার মৌখিক ভাবে অভিযোগ জানালে তিনি ভুক্তভোগী পরিবারকে চিকিৎসা চালিয়ে যেতে বলেন এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host