নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারনায় বরিশা- ৩ ( মুলাদী- বাবুগঞ্জ)আসনে সারা জাগিয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান।
তিনি প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাট বাজারে স্থানীয় বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরন করেন ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃস্টি করেন।একই সাথে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিভিন্ন দিক নিয়ে পথ সভায় বক্তৃতা করেন।সাধারণ মানুষ তার বক্তব্য মন দিয়ে শ্রবন করেন।
আগামী ১ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান সফিপুর ইউনিয়নে ৩১ দফার প্রচারনা ও জনসভায় বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঃ ছত্তার খান।সেই জনসভা সফল করতে ইতিমধ্যে সফিপুরের বিভিন্ন ওয়ার্ড,বার্নিমদন বাজার, চরকালেখানসহ বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন। স্থানীয়রা জানান,মুলাদীর সফিপুরের জনসভা হবে বিএনপির একটি ঐতিহাসিক জনসভা।এই জনসভাকে সফল করতে বিভিন্ন উৎসবমুখর পরিবেশে জনসংযোগ ও প্রচারনা চালাচ্ছেন স্থানীয় বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।