নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নিয়ামতপুর অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমানের সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ সোনার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ রুহুল আমিন মুক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহনেওয়াজ চৌধুরী সবুজ, যুগ্ম আহ্বায়ক, নিয়ামতপুর উপজেলা যুবদল
এছাড়াও উপস্থিত ছিলেন—আরিফুল ইসলাম, মামুন কবির মতিন, মোখলেসার রহমান, নুহু আলম, মোবাস্বের হাসান চৌধুরী, কাউছরুল ইসলাম রতন, মেহেদী হাসান আনন্দ, আইনুল মেম্বার ও জাহাঙ্গীর আলম,সালাউদ্দীন সিরাজী পলাশসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুব সমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।