সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে এ লিফলেট বিতরণ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী মোসাঃ ফরিদা বেগম।
এসময় গ্রামের বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে অবহিত করেন তিনি। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানায় এবং সক্রিয়ভাবে সংযোগে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত এই ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরা লক্ষ্যেই এমন প্রচারণা পরিচালিত হচ্ছে।