নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জনতার এমপি, নওগাঁ-১ আসনের জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম। তিনি নিজ হাতে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে স্থানীয় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বিএনপি’র এই ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার বহন করে।
এ সময় মোছাঃ ফরিদা বেগম বলেন,জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই এখন সময়ের দাবি। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। এই লিফলেট বিতরণের উদ্দেশ্য হচ্ছে জনগণকে দেশের চলমান অবস্থা সম্পর্কে সচেতন করা এবং নতুন পরিবর্তনের ধারা সম্পর্কে জানানো।
লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণ বিএনপি’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের পাশে থাকতে চান।