নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৫১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০জানুয়ারি)সকাল সাড়ে নয়টায় ঢাকা মোড় বঙ্গবন্ধু মুরাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।এ সময়ে পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল,পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম,পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন,পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
এ সময় ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ বঙ্গবন্ধুকে স্বতঃফুর্ত সংবর্ধনা দেয়।পরে ঐ দিন বিকেলে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর