রিপোর্টারঃ শরিফ তারিকুল ইসলাম(সবুজ),বিশেষ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিলে গরুর ঘাস খাওয়াতে গিয়ে হানিফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।তিনি উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর খেয়াঘাট এলাকার মনতাজ আলীর পুত্র।
এলাকাবাসী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে হানিফ মিয়া রাউটি বিলের কাড়ার পাড়ে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হন।সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।সন্ধ্যায় গরুগুলোকে বিলে কাড়ার পাড়ে খুঁজে পেলেও স্বামীকে না পেয়ে তিনি স্থানীয়দের জানান।
পরে গ্রামে মসজিদের মাইকেও নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।এলাকাবাসী সারারাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।(শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে রাউটি বিলের কাড়ার পাড় সংলগ্ন স্থানে জাল ফেলে স্থানীয়রা হানিফ মিয়ার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের ধারণা,হানিফ মিয়া হয়তো দুর্ঘটনাবশত বিলে পড়ে ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।