মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানা সংলগ্ন চর কিশোরগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে পানিতে পড়ে এক যাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিখোঁজ যাত্রীর ৫সহযাত্রীকে আটক করেছে কোস্টগার্ড।নিখোঁজ যাত্রীর নাম হযরত আলী(১৭) সে নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ যাত্রীর বন্ধুদের সাথে আলাপকালে জানা যায়,নারায়ণগঞ্জ আঞ্চলিক লঞ্চ টার্মিনাল থেকে দুপুর ১২টার সময় চাঁদপুরের বেলতলী লঞ্চ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে এসে এম.এল. হাসিব নামে একটি লঞ্চ।এসময় লঞ্চের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন নিখোঁজ হযরত আলী ও তার পাঁচ বন্ধু।লঞ্চটি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রি পেরিয়ে কিছুটা সামনে আসলে চর কিশোরগঞ্জ এলাকায় আসলে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান হযরত আলী।হযরত আলী সাঁতার জানে বলে জানায় তার বন্ধুরা।এ সময় কিছু লোক লঞ্চের চালককে নদীতে যাত্রী পড়ে যাওয়ার খবরটি জানালে তার তিনি ইঞ্জিন বন্ধ করেন এবং সাথে সাথে দুজন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়ে হযরত আলীকে উদ্ধারের চেষ্টা করেন।কিন্তু তারা পানিতে নামার আগেই হযরত আলী পানিতে ডুবে যায়।পরে বিষয়টি তারা গজারিয়া কোস্টগার্ডকে অবহিত করলে তারা উদ্ধার অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শী একাধিক যাত্রীর অভিমত,লঞ্চের বারান্দায় দাড়িয়ে আড্ডা দিতে থাকা ছয়জন সবাইকে তাদের নেশাগ্রস্ত মনে হয়েছে।লঞ্চ থেকে হযরত আলী পানিতে পড়ে যাবার পর তাকে বাঁচানোর চেষ্টার পরিবর্তে হাসতে ছিলো তারা। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অন্য যাত্রীরা তাদের জেরা করে।এসময় গাঁজা সেবন করে লঞ্চে উঠার কথা স্বীকার করে তারা।