মরহুমের জানাজায় মানুষের ঢল-বাঙ্গালহালিয়া শফিপুরে ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদারের অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের শোক।রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলার বিভিন্ন মহল।পারিবারিক সূত্রে জানা গেছে প্রয়াত আব্দুল কাদের হাওলাদার ২৪শে ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ২ ঘঠিকার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।তিন ছেলে দুই মেয়ে সহ অশংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।তার আকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,ইউএনও শান্তনু কুমার দাস,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,ওসি জাকির হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন,সাধারণ সম্পাদক হারাধন কর্মকার,বাঙ্গালহালিয়া বাজার সভাপতি পুলক চৌধুরী,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম,জাহাঙ্গীর আলম চৌধুরী,নজরুল ইসলাম, ইউপি সদস্য এমদাদুল হক মিলন,মোঃ কামাল, শিমুল দাস,মউচিং মারমা,ছালমা আক্তার,বাপ্পী দেবসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য -সদস্যবৃন্দ।প্রয়াত আব্দুল কাদের হাওলাদার রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক সাংবাদিক কাইয়ুম হোসেন মিরাজ এর পিতা ও রাজবিলা ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা আলমঙ্গীর বড় ভাই।শফিপুর করিমিয়া নুরানী মাদ্রাসা মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় উপজেলাসহ পাশ্ববর্তী এলাকার শতশত মানুষের সমাগম ঘটে।