বাংলাদেশে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা একটি সংগঠন। দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত করতে ও গ্রামীণ সাংবাদিকতায় স্বচ্ছতা বজায় রাখতেই টাঙ্গাইলে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পিয়াসি হোটেলে এই মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ- নব গঠিত জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল এর সভাপতিত্বে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন রকির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান নির্বাহী পরিচালক নব আলো টাঙ্গাইল ও উপদেষ্টা রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন, শামসাদুল আখতার শামীম সভাপতি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও ষ্টাফ রিপোর্টার দৈনিক দিনকাল, মোঃ রুহুল আমিন সভাপতি টাঙ্গাইল জেলা প্রেসক্লাব ও প্রধান সম্পাদক দৈনিক আকাশ বার্তা,
মহব্বত হোসেন সাধারণ সম্পাদক টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও জেলা প্রতিনিধি এনটিভি ও আমার দেশ পত্রিকা, আবু জুবায়ের উজ্জ্বল সাধারণ সম্পাদক টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন ও জেলা প্রতিনিধি বিজয় টিভি ও কালবেলা।
বাংলাদেশে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা একটি সংগঠন। এটি দেশব্যাপী সাংবাদিকদের সংগঠিত করতে ও গ্রামীণ সাংবাদিকতায় স্বচ্ছতা বজায় রাখতে
বক্তারা বলেন, মফস্বলের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে আরজেএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা কমিটির এই নবযাত্রা জেলার তৃণমূল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আলোচনা সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী এবং আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।