নিজস্ব প্রতিবেদকঃ —বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক বেগম সেলিমা রহমান বলেছেন একটি মহল জাতীয় নির্বাচন বানচাল করার পায়তারা করছে।এ দেশের জনগন নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র মেনে নিবেনা। তিনি শনিবার বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন প্রচারাভিযান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসরাত হোসেন কচি তালুকদার,মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল,মুলাদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান শরীফ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান বেলাাল,বরিশাল উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরীন,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক নাসির ভুইঁয়া,বরিশাল উত্তর জেলা যুব দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান।জনসভা পরিচালনা করেন,সফিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার।