নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের বাহিরশল্লায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, “সৃষ্টিকর্তা সর্বশক্তিমান — ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর পুজা উদ্যাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ডালিম কুমার, সদস্য ধনজয় চন্দ্র বর্মন, নিতাই চন্দ্র বর্মন, মলিন চিটপটাং, গৌরাঙ্গ টপ্প ও নেপেন টিজ্ঞা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।