রিপোর্টারঃ শরিফ তারিকুল ইসলাম(সবুজ),বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের এক গৃহবধূ দুই সন্তানসহ নিখোঁজ হয়েছেন।প্রবাসী স্বামীর দাবি সে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে।
থানার অভিযোগ সুত্র জানাজায় ছয় বছর আগে চকরিয়ার ডুলহাজার এলাকা থেকে শিফার সহিত সৌদি প্রবাসীর দিদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তাঁদের সংসারে পাঁচ বছর বয়সী এক কন্যা ও দেড় বছরের আরেক শিশু রয়েছে।
পরিবারের অভিযোগ,গত কয়েক মাস ধরে ওই নারীর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল।সবশেষ ১৭ অক্টোবর সকাল থেকে তিনি দুই সন্তানসহ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন,যাতে মা ও শিশুদের দ্রুত সন্ধান পাওয়া যায়।
সন্ধান ফেলে যোগাযোগ 01859405114