1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
October 20, 2025, 6:56 am
শিরোনাম :
কাশিয়ানীতে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের এক গৃহবধূ দুই সন্তানসহ নিখোঁজ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঈদগাঁও ইউএনও’র প্রত্যাহার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন নীলফামারীতে সভাপতি ও সাঃ সম্পাদক সংঘর্ষে কার্যক্রম স্থগিত কারণ দর্শানোর নোটিশ নওগাঁর নিয়ামতপুরে পৈতৃক সম্পত্তিতে থাকা ইটের সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ জেলার উন্নয়নে আমাদের সকলের সমন্বিতভাবে কাজ করা ছাড়া কোন বিকল্প নেই– ডিসি মুফিদুল আলম সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধানের শিষের পক্ষে ভোট চাইলেন-সেলিমুজ্জামান সেলিম চিকিৎসক ও জনবল সংকটে বান্দরবান হাসপাতাল: যশোর বোর্ডে ভয়াবহ ফলাফল বিপর্যয়,পাশের হার ৫০.২০ শতাংশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানেরশীষ প্রতীককে বিজয় করতে হবে বললেন-শ্রমিকদলের সভাপতি মোঃ এনামুল হক

মুন্সীগঞ্জের উজ্জল নক্ষত্র আলাউদ্দিন আলী।

আ স ম আবু তালেব-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
  • সময়: Tuesday, November 29, 2022,
  • 91 Time View

উপমহাদেশের সমৃদ্ধ ও প্রাচীন সভ্যতার জনপদ হচ্ছে মুন্সীগঞ্জ।এখানে ঘটেছে অনেক ঐতিহাসিক ঘটনা।বিখ্যাত ব্যক্তিদের জন্মও হয়েছে এখানে। বিভিন্ন অঙ্গনে রয়েছে তাদের নানা অবদান।এ দেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলাউদ্দিন আলী।সংগীত পরিচালক হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।আলাউদ্দিন আলী ২৪ ডিসেম্বর ১৯৫২ সালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সংগীতে শিক্ষা নেন।

বিভিন্ন চলচ্চিত্রে বেহালা বাজাতে গিয়ে সংগীত পরিচালনার উপর আগ্রহ সৃষ্টি হয় এই সংগীত পরিচালকের,১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা’ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।তারপর বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কাজ করলে একই বছর ‘সন্ধিক্ষণ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম সিনেমাতে সংগীত পরিচালনা শুরু করেন তিনি।এর আগে ১৯৬৮ সালের দিকে তিনি আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যন্ত্রসংগীত শিল্পী হয়ে কাজ করেন।এরপর প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজসহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবেও কাজ করেছেন।

তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন।এছাড়াও তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৯), সুন্দরী (১৯৮০),কসাই এবং যোগাযোগ চলচ্চিত্রের জন্য সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন।

তিনি এই পর্যন্ত প্রায় ৩০০টিরও অধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে ৭বার এবং শ্রেষ্ঠ গীতিকারসহ মোট ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতো নানান সম্মাননা পেয়েছেন।

বিক্রমপুরের এই কৃতি সন্তান সংগীত কিংবদন্তী আলাউদ্দিন আলী ২০২০ সালের ৯আগষ্ট না ফেরার দেশে চলে গেছেন।তার মৃত্যুতে সঙ্গীত পিপাসুরা আজও শোকহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host