নড়াইলে তবারক বিতরণ নিয়ে আওয়ামীলীগের মধ্যে মারামারির ঘটনায় আহত ৫জন।
নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যালয়ে তবারক বিতরণ নিয়ে মারামারীর ঘটনা ঘটে।সাবেক এক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শেষে ১৬ই আগস্ট-২০২২ই রোজ মঙ্গলবার রাতে এ ঘটনায় ৫জন আহত হয়েছেন।তাদের মধ্যে থেকে ৪জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগের কয়েকজন নেতাদের সূত্রে জানা গেছে,নড়াইল জেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবকলীগ।দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে ওই স্মরণসভা হয়। স্মরণসভা শেষে তবারক বিতরণের সময়ে জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক শেখ বোরহান আহম্মদের সঙ্গে পৌর স্বেচ্ছাসেবকলীগের ৫নম্বর ওয়ার্ড সভাপতি রিয়াজ আহমেদের তর্কবির্তক হয়।একপর্যায়ে দুই পক্ষ মারামারীতে জড়িয়ে পড়ে। অধিকাংশ নেতাকর্মী তখন চলে গেলেও প্রয়াত সিদ্দিক আহমেদের স্ত্রী নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম পলাশ,জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী,নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুণ্ডুসহ কয়েকজন নেতা কার্যালয়ে উপস্থিত ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(চলতি দায়িত্বে)মো.মাহমুদুর রহমান বলেন,স্মরণসভা শেষে খাবার বিতরণ নিয়ে তর্কের একপর্যায়ে মারামারি হয়,২পক্ষের ৫জন আহত হয়েছে।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বর্তমান পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান।