রিপোর্টারঃ নাটোর প্রতিনিধি–নাটোর শহরের নিচাবাজার এলাকার নাটোর বোর্ডিং থেকে আনোয়ার পারভেজ (৫৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মৃত জলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আনোয়ার পারভেজ পেশায় একজন ব্যবসায়ী।ব্যবসায়িক কাজে তিনি গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচাবাজারে অবস্থিত নাটোর বোর্ডিংয়ের ৪র্থ তলার ৬২ নম্বর কক্ষে উঠেন।রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে দীর্ঘ সময় কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বোর্ডিং কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুর রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।