রিপোর্টারঃ কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঈদগাঁও বাস স্টেশন সংলগ্ন আনু মিয়া সিকদার পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানকালে সন্দেহভাজনভাবে অবস্থানরত এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চালকের নাম জাফর আলম (৩৭)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভিলিজারপাড়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র ও বানু বিবির সন্তান।
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)।
তিনি বলেন—
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি ঈদগাঁও এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় পুলিশের এ তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়েছে।