রিপোর্টারঃ এস আর সাকিল,নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি- বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দিকনির্দেশনা ও সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে সর্বস্তরের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় ভাবিচা ইউনিয়নের লক্ষিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ভাবিচা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুদ্দিন মন্ডল এবং সঞ্চালনা করেন ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ফয়সাল কবির,ভাবিচা ইউপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ২নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আজিজুল হক মন্ডল,সহ কৃষি বিষয়ক সম্পাদক উপজেলা শাখা রফিকুল ইসলাম,পল্লী চিকিৎসক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,বাংলাদেশ জাতীয়তাবাদীর দল বিএনপি নিয়ামতপুর উপজেলা শাখার যুবদলের সাকিব কবির,ফারুক হোসেন,মানুনুর রশিদ,আনিসার রহমানসহ ১ ও ২ নং ওয়ার্ডের বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন বলেন, “বিএনপির ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের ভোটাধিকার ফেরানোর রূপরেখা। দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায় আছে।
স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।